কাগজ প্রতিবেদক : গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই আহবান জানান। ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আকবর আনিসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুজ্জামান নেসার। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও দক্ষিণ জেলা সভাপতি শাহিদুল আমিন খসরু। বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তারিক আহম্মেদ তারিক, ওয়াহিদুর রহমান বাণী ও অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।