বগুড়ার শাজাহানপুরে ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামে খুনের এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ওই গ্রামের আবু ইউসুফের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মনিরুজ্জামান (২৬) নামের আরেক ব্যক্তি।
জানা যায়, শনিবার দুপুরের দিকে একদল সন্ত্রাসী আবু বক্করের বাড়ির পাশে অতর্কিতভাবে তার ও তার সহযোগী মনিরুজ্জামানের ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা এলোপাথারি তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর সোয়া ১টার দিকে আবু বক্কর মারা যান।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, চিকিৎসাধীন অবস্থায় আবু বক্করের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।