কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডোবার পানিতে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে । শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই। শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। বাবু ও ভুট্টু আপন ভাই। সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে নয়টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় ডুবে মারা যায়। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশু দুটি বাড়ির পিছনে বৃষ্টির পানিতে সৃষ্ট ডোবায় ডুবে মারা গেছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।