কাগজ প্রতিবেদক, গফরগাঁও
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত হজ্ব যাত্রীর নাম আবুল হোসেন (৭৩)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের বড়বাড়ী গ্রামের হালিম উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) মদিনা নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত হাজী আবুল হোসেনের ছেলে স্থানীয় হাটপাড়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ১৩ জুন আমার বাবা পবিত্র হজ পালন করার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করে। উনার ফিরতি ফ্লাইট ছিলো আগামী ১৮ জুলাই, মঙ্গলবার।
পবিত্র হজ পালন সম্পন্ন হওয়ার পর মদিনা নগরীতে অবস্থানকালে বৃহস্পতিবার দুপুরে অসুস্থতার জন্য স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হলে সৌদি আরব সময় তিনটার দিকে মৃত্যু বরণ করে তিনি। আজ শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজের পর জানাযা শেষে জান্নাতুল বাকীতে তাকে দাফন করা হবে।##