১৫ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, ত্রিশাল
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও জাতীয় পার্টির সাধারন সম্পাদক গোলাম সারুয়ার তপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এড.এমএ বারেক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রউফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ উদ্দিন, পৌর জাতীয় পার্টিও আহবায়ক ফজলুল হক, সদস্য সচীব গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, মাওলানা তফাজ্জল হোসেন, সুরুজ আলী, আবুল কালাম প্রমূখ।##