১৫ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, ভালুকা
পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ শাহাদাৎ বার্ষিকী ভালুকা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মাঝে ছিল কোরআন খানি,মিলাদ দোয়া ও আলোচনা।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, আব্দুল মান্নান নূরী,মোঃ কামাল হোসেন মেম্বার,আসাদুজ্জামান বুলবুল,জেলা জাতীয় পার্টির সদস্য এবিএম সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রাফিকুল ইসলাম পাঠান,উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কাজল,উপজেলা যুব সংহতি আহবায়ক জয়নাল আবদীন, গোলাম মোস্তফা,জুলহাস উদ্দিন,আলা উদ্দিন,জালাল উদ্দিন ও মতিউর রহমান কাঞ্চন,আলী হোসেন ও আশিকুর রহমান (প্রমুখ)।