১৫ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, নালিতবাড়ী
ব্র্যাক কর্তৃক আয়েজিত শেরপুর জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্পের উদ্যোগে শেরপুরের নালিতবাড়ীতে গতকাল শনিবার দিনব্যাপী এক চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চক্ষু শিবির চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খ্রিষ্টফার হিমেল রিসিল। এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা সমম্বয়কারী ফারহানা মিল্কি, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি নালিতাবাড়ী এলাকা ব্যবস্থপক মোঃ গোলাম আজম, মাইকো ফাইন্যান্স কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ নয়াব আলী, প্রকল্প সহকারী বানসেদ আলীসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এ সময় দেড় শতাধিক রোগী যাদের চোখের ছানি আছে তাদের চিহ্নিত করে বিএনএিসবি ডাঃ কে জামান চক্ষু হাসপাতাল ময়মনসিংহে নিয়ে ছানি অপপারেশন করা হবে। বাকি অন্যান্য রোগীদের প্রামিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।##