১৬ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালের তৃতীয় তলায় ডেঙ্গু আইসোলেশন ওর্য়াডে শয্যার বাইরেও মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২৪ জন নতুন রোগি ভর্তিসহ হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছে ৭০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫২ জন পুরুষ, ১৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮ জন রোগি। ১০ জুলাইেেয়র পর থেকে এখন পর্যন্ত কোন মৃত্যু নাই।
রবিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন হীরা যুগান্তরকে জানান, ডেঙ্গু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশী থাকায় অনেক রোগি মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। তবে অতি দ্রুত চাহিদা মোতাবেক শয্যা বাড়ানো হবে। এছাড়াও রোগিদের জন্য হাসপাতালে অক্সিজেন, ফ্লুইডসহ যাবতীয় চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে মশারি, খ্যাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বর্তমানে ৫০ শয্যার পৃথক ওয়ার্ড চালু রয়েছে। প্রয়োজনে দ্রুত চাহিদা অনুযায়ী ওয়ার্ডের শয্যা বৃদ্ধি করা হবে।
এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ডেঙ্গু সচেতনতায় সাধারন মানুষ ও স্কুলগুলোতো সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন করছে। প্রতিটি এলাকায় সচেতনতামুলক মাইকিং ও প্রচারনা চালাচ্ছে।
উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসের ২ জুলাই বিলকিস বেগম, ৭ জুলাই আব্দুর রাজ্জাক এবং ১০ জুলাই আসমা বেগম নামে চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগীর মৃত্যু হয়।