১৬ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকারহরণ করেও নিলর্জ্জভাবে বিদেশীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের পথে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে । এক দফা ঘোষণা করা হয়েছে। যে কোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে। তিনি আগামী ১৮ জুলাই পদযাত্রায় সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে অংশ নেয়ার আহ্বান জানান।
গতকাল ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয়ে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ এবং মহানগর বিএনপির যৌথ প্রস্তুতি সভায় তিনি এই আহ্বান জানান। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, উত্তর জেলার আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা ফকরউদ্দিন আহাম্মদ বাচ্চু, অধ্যাপক শেখ আমজাদ আলী, আলমগীর মাহমুদ আলম, কাজী রানা, শাহ শিব্বির আহম্মদ বুলু, ডা. মোফাখারুল ইসলাম রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।