১৭ জুলা্ই ২০২৩, কাগজ প্রতিবেদক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এ নিয়ে গত ১৫ দিনে ৪ জনের মৃত্যু হলো।
সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ গত ১২ জুলাই বেলা পৌনে ১২ টার দিকে মমেক হাসপাতালে ভর্তি হন। ৪ দিনের মাথায় রোববার (১৬ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. ফরহাদ হোসেন হিরা আরও জানান, হাসপাতালটিতে বর্তমানে ৭২ রোগী চিকিৎসাধীন আছেন। যেখানে পুরুষ ৫৭, নারী ১১ ও ৪টি শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ভর্তি এবং ১৪ জন ছাড়পত্র নিয়েছেন।
এর আগে গত ২ জুলাই নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিলকিস আক্তার, ৮ জুলাই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুর রাজ্জাক ও ১০ জুলাই আসমা বেগম নামে তিন রোগীর মৃত্যু হয়।