১৭ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, গৌরীপুর :
দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৫দিনব্যাপি কর্মসূচীর ৩য় দিনে রোববার (১৬ জুলাই) ১৪জন নারীকে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেন।
সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু’র ডাকে শিল্পপতি নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি যুদ্ধবিধ্বস্থ একটি দেশকে স্বনির্ভর করতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেছেন। শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান করেছেন। তিনি তাঁর কর্মে মাধ্যমে হাজারো বছর বেঁচে থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, মানুষের কর্মের জন্য যুদ্ধ করে গেছেন। নিবেদিত একজন কর্মীবান্ধব শিল্পপতি ছিলেন তিনি। দেশের অর্থ তিনি বিদেশে পাচার করেননি। দেশের জন্য-দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি একজন শুধু বীর মুক্তিযোদ্ধা নন, তিনি একজন কর্মবীরযোদ্ধাও ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ। সেলাই মেশিন বিতরণ শেষে নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।