১৭ জুলাই, ২০২৩ (বাসস) :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মঙ্গলদীপ ফাউন্ডেশন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী যাকের স্মরণে প্রবর্তন করেছে “আলী যাকের গবেষণা অনুদান”।
বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের বর্তমান শিক্ষার্থীদেরকে গবেষণা ও নাট্য প্রযোজনা নির্মাণের জন্য প্রদান করা হবে এই অনুদান।
মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ গতকাল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে ‘আলী যাকের গবেষণা অনুদান’ স্মারক চুক্তি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সারা যাকের, ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন।
উল্লেখ্য, বরেণ্য অভিনেতা, লেখক, বীর মুক্তিযোদ্ধা এবং এশিয়াটিক থ্রিসিক্সটি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী যাকের ২০২০ সালের নভেম্বরে মারা যান।