১৮ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অতিরিক্ত তাপদাহে হিস্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মে. রুহুল আমীন সরকার (৪০) মৃত্যুবরণ করেছেন। তিনি সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিল। মঙ্গলবার দুপুর ২ টায় ময়মনসিংহ নগরীর চরপাপড়া এলাকায় পদযাত্রা কর্মসূচি চলাকালে তিনি মারা যান। দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুহুল আমীন সরকার যুবদলের একজন সক্রিয় নেতা। সে আমাদের সাথে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিল। নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি চরপাড়া এলাকায় পৌঁছলে এক পর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রচন্ড রোদের তাপদাহ ও অতিরিক্ত গরমে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া অসংখ্য নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদেরকে পানি ঢেলে ও বাতাস করে সুস্থ করা হয়।
এর আগে ময়মনসিংহ দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নগরীর নতুন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুর সাড়ে ১২টায় বিশাল এই পদযাত্রা কর্মসূচিটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও বক্তব্য রাখেন দক্ষিন, উত্তর ও মহানগর বিএনপির র্শীষ নেতৃবৃন্দ।
এদিকে যুবদল নেতা মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনের কর্মসূচিতে যুবদল নেতা রুহুল আমীন সরকারের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর এই মৃত্যু দল ও দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দান করেন।##