১৮ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, দুর্গাপুর :
নেত্রকোনার দুর্গাপুরে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা, বিজ্ঞানকে জনপ্রিয় করা ও তাদের মানসিক বিকাশ অব্যাহত রাখার জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অর্থায়নে, বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর ম্যাক্সিমাম রোরাল এডভাসমেন্ট (অগজঅ) এর আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাতৃ জাগরণী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক পল্টন হাজং এর সঞ্চালনায় (অগজঅ) এর নির্বাহী পরিচালক ফাতিমাতুন নাদিরা এর সভাপতিত্বে প্রধান অতিতি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।##