কাগজ প্রতিবেদক :
নেত্রকোনা পূর্বধলায় নুর-মোহাম্মদ (৩০) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মজিবর রহমানকে দীর্ঘ ২০ বছর পর গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাংগাইল জেলার ধনবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী মজিবর নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ইরিভিটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য জানান।
আদালতের রায় পর্যালোচনায় তিনি জানান, আসামী মজিবর রহমান ও নিহত নুর মোহাম্মদ নেত্রকোনার পূর্বধলায় এক বাড়ীতে মাসোয়ারা চুক্তিতে কাজ করত। নুর-মোহাম্মদ একটি বীমা কোম্পানীতে চাকুরীর সুবাধে তার কাছে নগদ টাকা পয়সা থাকত। অর্থের লোভে মজিবর নুর-মোহাম্মদকে নির্মমভাবে হত্যা করে পার্শবর্তী বারহাট্টা থানার দেউলি গ্রামের মাটির নিচে পুতে রাখে। এ ঘটনায় নুর-মোহাম্মদের ছোট ভাই মো. নুর-ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চার মাস পর মামলা তদন্ত চলাকালীন সময় মজিবুরকে পুলিশ গ্রেফতার করলে তার দেওয়া তথ্য মতে পার্শবর্তী থানা এলাকা থেকে পুতে রাখা লাশের কংঙ্কাল উদ্ধার করে। এ ঘটনায় বাদীর আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত মুজিবরকে ২০০৩ সালে মৃত্যুদন্ড প্রদান করেন। ঘটনার পর থেকে মজিবুর পলাতক ছিল। এ ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুজিবরকে ২০ বছর পর গ্রেফতার করা হয়।তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।