কাগজ প্রতিবেদক :
ময়মনসিংহের নান্দাইলে ২ হাজার ৭১০ পিস ইয়াবাসহ মো. লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ্ (৩৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোর পৌনে চারটার দিকে নান্দাইল উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুল্লাহ্ ঈশ্বরগঞ্জ উপজেলার মোগডোলা ইউনিয়নের গালাহার এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। গতকাল সোমবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে নান্দাইল উপজেলা পরিষদ গার্লস স্কুল রোড বিসমিল্লাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে হাবিবুল্লাহ্কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোট ২ হাজার ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুল্লাহ্ ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে। তাকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।##