কাগজ প্রতিবেদক :
ময়মনসিংহ নগরীতে সাত হাজার টাকার জন্য ছুরিকাঘাতে নারী হত্যার ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
পুলিশ জানায়, সদর উপজেলার মধ্যবাড়েরা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৩৫) ও তার ছেলে মো. ইমরান সাত হাজার টাকা ধার নেয় বলে দাবি করে একই এলাকার শাহাদাত। বৃহস্পতিবার বিকেলে টাকা আদায়ের জন্য শাহাদাত রেজিয়াকে চাপ দিলে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রেজিয়াকে মারধর করা হয়। সন্ধ্যায় রেজিয়াকে বাসায় গিয়ে ছুরিকাঘাত করে শাহাদাত। এতে রেজিয়া গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় রেজিয়ার ভাই মো. সুমন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নগরীর মাসকান্দা থেকে শাহাদাতকে গ্রেফতার করে। তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত শাহাদাতকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়। ##