কাগজ প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। রোববার সকালে নগরীর শিববাড়ি দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। এতে মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লু, হোসাইন জাহাঙ্গীর বাবু, আনোয়ারুল হক রিপন, মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে বিকেলে জেলা আওয়ামী লীগ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে ব্কতব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেইন, আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিন মন্তা, এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, আবু সাঈদ দীন মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা বলেন, কাউকে রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে দেয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকেই সন্ত্রাসীদের বিতাড়িত করবে। সমাবেশ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে টাউন হল গিয়ে শেষ হয়।##