কাগজ প্রতিবেদক :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সেলিম নামে ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) ভোর সাড়ে চারটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়। সেলিম শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মোহম্মদ আলীর ছেলে। সে ঢাকায় তেজগাঁও এলাকায় বসবাস করতো। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন হীরা বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ নিয়ে গত জুলাই মাসে ৪ জন এবং এ মাসে দুইজনসহ মোট ৬ জন রোগী মারা গেছেন এই হাসপাতালে।
বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ ১১৯ জন, মহিলা ১৯ জন ও তিনটি শিশু রয়েছে।##