কাগজ প্রতিবেদক :
সারাদেশে মিছিল সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদ এবং নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। রবিবার সকালে নগরীর সানকিপাড়া রেল ক্রসিংয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এসে শেষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকায় সুযোগ বুঝে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ঝটিকা মিছিলটি বের করেন। মিছিলে মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাহবুবুল হাসান শামীম, মহানগর ছাত্র শিবিরের সভাপতি সাইফুদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং ছাত্র শিবিরের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তির দাবি জানান।
গত ২৮ জুলাই সন্ধ্যার পর নগরীর জিলাস্কুল মোড় থেকে নতুন বাজার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াত। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি নাশকতার মামলা করা হয়। মামলায় ইতোমধ্যে পুলিশ ১ আগস্ট বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৯ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।##