কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে গফরগাঁওয়ে ডাকাতি করতে গিয়ে শিক্ষক মাহবুবুল আলম হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো পাগলা থানার বাশিয়া গ্রামের সাফত আলীর দুই ছেলে আ. রশিদ ও আ. রাশিদ, রজব আলীর ছেলে আবুল বাসার, সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ, বিরই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মো. রাসেল।
মামলার বিবরণে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দন্ডপ্রাপ্তদের বিরোধ ছিল। পূর্ববিরোধের জেরে পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাকে হত্যা করেন। ঘটনার দুইদিন পর নিহত মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
১৬ জনের সাক্ষগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামীর উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এই ঘটনায় হত্যা ও রাতের আঁধারে বাড়ি ঘরে হামলার মামলায় পাঁচ আসামীর যাবজ্জীবন সেইসাথে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।##