কাগজ প্রতিবেদক
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবারে বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রধাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদুল আলম প্রমুখ। পরে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত রচনা প্রি যোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ###