কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্থানীয় সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। গতকাল সোমবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনিক দুর্নীতি ও প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি নিয়ে খোলামেলা কথা বলেন। এসময় সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, দৈনিক জাহান পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, শেখ মহিউদ্দিন আহমেদ, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, এখন টিভির বিশেষ প্রতিনিধি হারুনুর রশীদ, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ কনিক, একুশে টিভির স্টাফ রিপোর্টার আতাউর রহমান জুয়েল, ডিভিসি টিভির স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান রুবেল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় ময়মনসিংহ নগরীর প্রধান সমস্যা যানজট, সরকারের প্রশাসনিক দপ্তরগুলোতে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, নতুন বিভাগীয় কার্যালয় স্থাপনে অগ্রগতি ও অধিগ্রহণকৃত ভূমি মালিকদের জটিলতা নিরসন, বিভাগীয় নগরীর সড়কগুলো প্রশস্তকরণসহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।
সভায় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের মাধ্যমে মানুষ সারাবিশ্ব দেখে। আর এ কারণেই সঠিক দায়িত্ব পালনে আমি আপনাদের সহযোগিতা চাই। তিনি ময়মনসিংহের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। ##