অমিত রায়
স্বাধীনতা বিরোধী নব্য রাজাকার আত্মপরিচয়ধারীদের ধৃষ্টতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বিভিন্ন সংগঠন। গতকাল সোমবার বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তাসলিমা বেগম লাভলী, অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক মাহবুবুল আলম, অধ্যাপক ফোরকান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হুমায়ুন রশীদ সোহাগ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রানা, মহানগরের সাধারণ সম্পাদক রিমন মোহাম্মদ জামায়েল সামি, যুগ্ম-সম্পাদক আলতাফ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘তুমি কে, আমি কে, বাঙ্গালি বাঙ্গালি’- মহান মুক্তিদ্ধে অনুপ্রেরণাদায়ী এই শ্লোগানকে ব্যঙ্গ করে স্বাধীনতা বিরোধী নব্য রাজাকার আত্মপরিচয়ধারীরা কোটা সংস্কারের নামে শ্লোগান দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
মানববন্ধন কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পেশাজীবি সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সর্বস্তরের জনতা অংশগ্রহন করেন।