ময়মনসিংহ ব্যুরো
সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর অসংলগ্ন বক্তব্য প্রত্যাহার ও কোটা সমস্যার যৌক্তিক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ, নটরডেম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর টাউন হল মোড়ে জড়ো হতে শুরু করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগুদাম ব্রিজ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। কোটা সংস্কারের দাবিতে তারা নানা শ্লোগান দেয়। সাধারণ শিক্ষার্থীরা মিছিলে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার প্রদর্শন করেন। এর পাশাপাশি তাদের অনেকের হাতে থাকা লাঠিতে জাতীয় পতাকা বেধে রাখতে দেখা যায়। একঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জগামী শতশত যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভ থেকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিছিলের সামনে-পেছনে বিপুল সংখ্যাক পুলিশ দেখা গেছে।
এদিকে দুপুরে কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা সদর উপজেলার চুরখাই উইনারপাড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টা বিক্ষোভ করে। এসময় সড়কের দু’দিকে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা মিছিল থেকে অভিযোগ করে বলেন, কোটা সংস্কারের দাবিতে সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। সাধারণ শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝড়িয়েছে। হামলার শিকার আহত শিক্ষার্থীরা হাসপাতালেও নিরাপদ নন, সেখানেও ছাত্রলীগ হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিহ করতে মিথ্যা তথ্য ছড়িয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। যে স্লোগান নিয়ে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সেই স্লোগানের পুরোটা তাদের কানে পৌঁছেনি। অধিকার আদায়ের সংগ্রামে অংশ নেওয়া কি অপরাধ?
শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীদের আহত করেছে। এই অন্যায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় ছাত্রসমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে না পারায় শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীতে এসে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে। ##