কাগজ ডেস্ক, ত্রিশাল:
অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর,ট্রেজারার প্রফেসর ড. আতাঊর রহমান,রেজিষ্টার কৃষিবিদ হুমায়ুন কবীর ও তাদের সহচরদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ^বিদ্যালয় প্রশাসনিক ভবনের মুল ফটক ও ভিসির বাংলোতে তালা লাগিয়ে সোমবার সকালে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর,ট্রেজারার প্রফেসর ড. আতাঊর রহমান,রেজিষ্টার কৃষিবিদ হুমায়ুন কবীর ও তাদের সহচরদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচীতে একাত্ততা প্রকাশ করে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ এমদাদুল হুদা, সিসি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বক্তব্য রাখেন।এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আনোয়ার হোসেন কাজল,শুভ, শাকিল আহমেদ,রাজু শেখ, তোফায়েল আহমেদ,পারভেজ প্রমূখ সমাবেশে বক্তব্য রাখেন ।আন্দোলনকারী শিক্ষার্থী শুভ বলেন দুর্নীতিবাজ ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরন অনশনের ঘোষনা দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন ভিসির বাংলো ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছি ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ থাকব্ ে।এ অনিয়ম দুর্নীতিবাজ ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।
ভিসির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচীতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারিরা একাত্ততা প্রকাশ করে অংশ গ্রহন করেন।