কাগজ প্রতিবেদক
ময়মনসিংহে স্বল্প পরিসরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা ও মহানগর আওয়ামীলীগের স্বল্পসংক্ষক কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে সীমিত আকারে অল্প সময়ের মধ্যে এসব কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার সকালে নগরীর শিব বাড়িস্ত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খানি এবং দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, নিতায় চন্দ্র দে, লিটন চন্দ্র পাল, মোতাহার হোসেন লিটু, কাজী বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।