কাগজ প্রতিবেদক, ভালুকা
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় মজিবর রহমান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টার বাড়ি নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রাস্তা পারাপারের সময় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আলমপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মজিবর রহমানকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা আহত মজিবরকে আশঙ্কাজনক আবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহত মজিবর রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।