কাগজ প্রতিবেদক
২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের স্বরনে ময়মনসিংহে শ্রদ্ধা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দুপুরে নগরীর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক। তিনি বলেন, আমাদের সফল এ আন্দোলনকে বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে, বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর হামলা হচ্ছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ আমাদের সফল অর্জনকে ব্যার্থ করতে না পারে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।