কাগজ প্রতিবেদক, ভালুকা
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মলেক সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারাযান। নিহত মালেক সরকার উপজেলার মেদিলা কান্দাপাড়ার আব্দুস সামাদ সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মেদিলা কান্দাপাড়ার এলাকায় গত এক মাস আগে ডিস ব্যবসায়ারীরা পল্লী বিদ্যুতের সংঞ্চালন লাইনের উপর দিয়ে ডিসের সংযোগ নিচ্ছিলেন। এ সময় ডিসের তারটি বিদ্যুতায়িত হয়ে পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল মালেক সরকারের গায়ে পড়েল তিনি ছিটকে গিয়ে পাশের পুকুরের পানিতে পড়েন। গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মালেক সরকারকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে তিনি মারাযান।