কাগজ প্রতিবেদক
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহে নিহত শহীদ রেদওয়ান হোসেন সাগরের বাসায় গিয়ে পরিবারের খোজ-খবর নেন বিএনপি নেতৃবৃন্দ। শনিবার (১৭ আগস্ট) দুপুরে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় সাগরের বাসভবনে যান। সেখানে সাগরের বাবা আসাদুজ্জামানের সাথে কথা বলেন, খোঁজ-খবর নেন এবং গভীর সমবেদনা প্রদান করেন।
এসময় মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক শিবির আহমেদ বুলু, ফারজানা রহমান হোসনা, এডভোকেট এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, সদস্য এডভোকেট আবুল হাশেম বাদল, ওয়াহিদুজ্জামান শাকিল, কৃষক দল নেতা মাসুদ তালুকদার, রফিকুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, রেদওয়ান হোসেন সাগরের মতো সাহসী ছেলেরা বুক পেতে গুলির সামনে দাঁড়ানোর কারণেই আন্দোলন সফল হয়েছে। স্বৈরাচার হাসিনা সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। এদেশের মানুষ এই সাহসী সন্তানদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
গত ১৯ জুলাই (শুক্রবার) ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন রেদওয়ান হোসেন সাগর। সেদিন সন্ধ্যা সাতটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। এতে নিহত হন রেদোয়ান হোসেন। সংঘর্ষে আহত হন অন্তত ৩৫ জন।