কাগজ প্রতিবেদক
অবৈধ সরকারের অধীনে ভোটাবিহীন নির্বাচনে নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রতিহত করতে ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার সকাল থেকে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় অবৈধ সরকারের জনপ্রতিনিধিদের অপসরণের দাবিতে শ্লোগান দেয়। তারা অবৈধ মেয়র ও কাউন্সিলরদের অপসারণ এবং অফিসে না আসার দাবি করেন। এসময় সিটি কর্পোরেশনে মেয়র-কাউন্সিলর ব্যতিত কাযক্রম চালাতে কর্মকর্তা-কর্মচারিরা ঢুকতে দেয়া হয়েছে।
বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, সারাদেশে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নগুলোতে এখন পর্যন্ত ভোটবিহীন প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে। তাদেরকে অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে। তাদের প্রতিহত করার মাধ্যমে আমরা গণতন্ত্র ফেরাতে চাই। ভোটের অধিকার ফেরাতে চাই।
তিনি বলেন, সিটি কর্পোরেশনের সমস্ত কাজ যথারীতি চলবে। শুধু অবৈধ ভোটে যারা পরিচয় দিচ্ছেন মেয়র-কাউন্সিলর তাদের প্রতিহত করার জন্য আমারা অবস্থান নিয়েছি। কোন অপরাধী, কোন সন্ত্রাসীকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ঢুকতে দেবো না। আমারা জনগণের দল, জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকতে চাই। তিনি কর্মকর্তা-কর্মচারিদের দ্রুত কাজে যোগ ফেরার আহবান জানান। কেউ কাজে যোগদান না করলে অবৈধ মেয়র-কাউন্সিলরদের সহযোগিতার দায়ে আপনাদের কালো তালিকাভুক্ত করা হবে।
তিনি আরো বলেন, ময়মনসিংহের ভোটবিহীন সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত ও অবৈধ মেয়র ইকরামুল হক টিটুকে সাগর হত্যার দায়ে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বর্তমান অন্তর্বর্তীকালনি সরকার এবং প্রশাসনের দাবি জানাচ্ছি। এই দাবি ছাত্র সমাজের দাবি, জনগণের দাবি। তাদের প্রতিহত করার জন্য আমারা রাজপথে আছি, গ্রেফতার না হওয়া পর্যন্ত থাকবো।