কাগজ প্রতিবেদক
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকারসহ আওয়ামী লীগের ছয় শত নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও দন্ডবিধি আইনে মামলা দায়ের হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) দুপুরে বিএনপি নেতা ওমর ফারুক বাদি হয়ে জেলার ফুলবাড়ীয়া থানায় এই মামলাটি দায়ের করেন।
এর আগে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগের দিন ৪ আগষ্ট বিকালে ফুলবাড়িয়া পৌর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিএনপি নেতাকর্মীদের সাথে আ’লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হামলা ও ভাচুরের ঘটনাও ঘটে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রাশেদুজ্জাজামান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগষ্ট হামলা ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধি আইনে সাবেক এমপিসহ ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪শ থেকে ৫শ জনকে আসামী করে এই মামলাটি দায়ের হয়েছে।
মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌরসভার মেয়র গোলাম কিবরয়িা, উপজেলা আ’লীগের সভাপতি ইমদাদুল হক সেলিমসহ মোট ৫৯৭ জন আসামি করেন বাদি।