কাগজ প্রতিবেদক
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহিদুল আমিন খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ, কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। এসময় যুবদলের মহানগর আহ্বায়ক মোজাম্মেল হক টুটু, যুবদলের জেলা সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জনি ও আবু ফারহানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে হাজারো নেতাকর্মীর বিশাল শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শেষ হয়। ##