1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
গৌরীপুরে ১৮শ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেফতার গৌরীপুরে শতবর্ষী মসজিদের নতুন অসমাপ্ত ভবনের উদ্বোধন গৌরীপুরে মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব ইসরাইলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে দোকানে দোকানে লুট, গাড়ি ভাঙচুর গৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের লটারি গৌরীপুরে আকিজের সেলসম্যানের হাত-পা বেঁধে নির্যাতন ও টাকা ছিনতাই, প্রতিবাদে মানববন্ধন গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদ’র আহ্বায়ক সুমন, সদস্য সচিব মোখলেছুর গৌরীপুরে চার বছর বয়সী শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার এ বছর ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শামসুজ্জামান

বাকৃবির বিভিন্ন প্রশাসনিক পদে নতুন মুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪০ Time View
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন নেতৃত্ব। গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বান অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ওই দায়িত্ব পালন করবেন তিনি। ১৯ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু।
বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর একে একে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), কোষাধ্যক্ষ, ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং প্রক্টর পদে এসেছে নতুন মুখ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির। নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন যথাক্রমে বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এসকল পদে পূর্বে থাকা ব্যক্তিবর্গের পদত্যাগের আবেদনের প্রেক্ষিতে নতুনদের নিযুক্ত করা হয়েছে।
গতকাল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এসকল তথ্য প্রকাশ করা হয়। বিষয়টির সত্যতা বৃহস্পতিবার  নিশ্চিত করেছেন জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র আরও জানায়, প্রশাসনিক পদগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কৃষি মিউজিয়াম, জনসংযোগ ও প্রকাশনা দফতর, বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ প্রভৃতির পরিচালক পদেও নতুনদের নিযুক্ত করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের প্রভোস্ট পদেও নতুন নেতৃত্ব এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark