কাগজ প্রতিবেদক
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যে রাষ্ট্র সংস্কার করে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা ও মহানগর শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
কর্মসুচিতে বক্তব্য রাখেন সুজন মহানগর সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, জেলা সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, উদীচী জেলা সম্পাদক আতাউর রহমান, জেলা মহিলা পরিষদ নেত্রী অধ্যাপিকা ইলা রায়, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সভাপতি আব্দুর কাদের চৌধুরী মুন্না, দুর্গাবাড়ী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা তৌহিদুজ্জামান ছোটন প্রমুখ।
অন্তবর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আগামী সরকার এদেশের দুর্নীতি দুঃশাসন দূর করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনে কাজ করবে। তাদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে।