চাঁদপুরের মতলব উত্তরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মাহিনুর আক্তার। দুটি কন্যা ও একটি ছেলে হওয়ায় পরিবারের সবাই খুশি।
শুক্রবার রাতে ঐ উপজেলার ছেংগারচর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।
মাহিনুর আক্তার ছেংগারচর পৌর এলাকার কলাকান্দা গ্রামের খবির হোসেনের স্ত্রী। তার আগের একটি ছেলে রয়েছে।
নবজাতকদের বাবা খবির হোসেন বলেন, মহান আল্লাহ তাকে একসঙ্গে তিনটি সন্তান উপহার দিয়েছেন। এতে আমি ও পরিবারের সবাই খুব খুশি।
ছেংগারচর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ মাহিনুর আক্তার শুক্রবার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা দ্রুত আল্ট্রাসনোগ্রাম করেন। রিপোর্টে দেখা যায় তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে। দ্রুত গৃহবধূকে অপারেশন করার প্রস্তুতি নেয়া হয়। ঐ রাতেই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। একসঙ্গে তিনটি ফুটফুটে নবজাতকের জন্ম দেন গৃহবধূ মাহিনুর আক্তার। বর্তমানে মা ও তিনটি শিশু সুস্থ আছে।