ময়মনসিংহের গৌরীপুরে সাদিয়া আক্তার (২৪) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ডিসেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রাম থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। নিহতের পরিবারের দাবি সাদিয়াকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে বসতঘরের বারান্দা কক্ষের ধরনার সঙ্গে ঝুলিয়ে রাখে তাঁর শ্বশুড়বাড়ির লোকজন।
নিহত সাদিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার শামুকজানি গ্রামের মৃত বকুল মিয়ার কন্যা। তিন ভাই তিন বোনের মধ্যে সাদিয়া তৃতীয়।
নিহতের পরিবারসূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পারিবারিকভাবে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামের উছমান গণির পুত্র শফিকুল ইসলাম (২৮) এর সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে তোবা নামের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
নিহতের বড় ভাই ওয়ালিউল্লাহ জানান, সাদিয়ার শ্বশুড়বাড়ির এক প্রতিবেশি মুঠোফোনে সাদিয়ার মৃত্যুর খবর আমাদেরকে জানায়। আমি খবর পেয়ে পরিবারের লোকজনকে নিয়ে তার শ্বশুড়বাড়িতে এসে দেখি বসতঘরের বারান্দার কক্ষে ওড়না পেঁছানো সাদিয়ার লাশ ঝুলছে ও পা দুটো বিছানার খাটের সাথে লাগানো। নিহতের কপালের ডান পাশে, ডান হাতের কবজির উপর ও দুই উরুতে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। দুপুরে গৌরীপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় তার শ্বশুড়বাড়ির লোকজনকে গিয়ে বাড়িতে পাওয়া যায়নি। বোনের হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
নিহতের স্বামী শফিকুল ইসলামের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্যা মাজহারুল আনোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পোস্টমর্টামের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।