ময়মনসিংহে দেশি-বিদেশী অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। নগরীর মাসকান্দার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার বাসা থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় নৈশ্য প্রহরীর স্ত্রী ফারাজানা শান্তাকে (২২) আটক করা হয়েছে।
সোমবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান প্রেস ব্রিফিংএ জানান, গত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাসকান্দা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি দেখে মোটরসাইকেল রাস্তায় ফেলে তিন আরোহী মৎসবীজ উৎপাদন কেন্দ্রের ওয়াল টপকে নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার বাসায় প্রবেশ করে। পুলিশ হৃদয়ের বাসায় উপস্থিত হওয়ার আগেই সন্দেহভাজন ৪ ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। এঘটনায় হৃদয়ের স্ত্রী ফারজানাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে বাসা তল্লাসি করে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
ডিআইজি আরও জানান, হৃদয় মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নীগুয়ারী গ্রামের বাসিন্দা। সে চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে খামারের কোয়ার্টারে বসবাস করতো। এঘটনায় সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গত জুলাই আগস্ট অভুত্থানে একটি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশী অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর আক্রমণ চালিয়েছিল। সেসব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। পুলিশ সেসব অস্ত্র উদ্ধারের সর্বাত্তক চেষ্টা করছে।
কনফারেন্সে নবাগত ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান, ওসি তদন্ত সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।