বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস ও জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তবে, এখন নতুন করে দেশ গড়ার সময় এসেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ চোরের খনি, তারা দুর্নীতি ও লুটপাট ছাড়া কিছুই করেনি। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পরে বলেছিলেন, ‘সবাই পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি।’ উনি শুধু চোরের খনিই নয়, চোরের পরিবারও পেয়েছেন। শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ছেলে-মেয়েরা কী পরিমাণ দুর্নীতি করেছে সব বেরিয়ে আসছে।
গোয়াতলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আদম আলীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, বিএনপি নেতা আ. কুদ্দুস, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, কৃষকদলের আহবায়ক নয়ন মন্ডল প্রমুখ।