ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর-শাহগঞ্জ সড়কে বৃহস্পতিবার (২৭মার্চ/২৫) রাত ৮টার দিকে অচিন্তপুর ইউনিয়নের আলিয়া মাদরাসা এলাকায় আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যান মো. মোজাম্মেল হোসেনকে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। মোজাম্মেলের শরীরের ৭টি স্থানে আঘাত করায় ২২টি সেলাই লেগেছে। তিনি এ ইউনিয়নের খান্দার গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমাকে কেউ জানায় নাই। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৮মার্চ/২৫) শাহগঞ্জ বাজারে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সামনে মোজাম্মেল হোসেনের বন্ধুদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আহত মোজাম্মেল হোসেন জানান, সাইকেল যোগে আমি বাড়ি ফিরছিলাম। সিএনজিটা আমাকে অভারটেক করে যেতেই ৪/৫ মুখোশধারী লোকজন একসাথে হামলা করে। আমার হাত-পা, মুখ ও চোখ বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে সঙ্গে থাকা প্রায় দুই লাখ ছিনিয়ে নেয়।
শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের ২০১৬ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সঞ্চালনা করেন এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আল রাজী রেজভী। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিশু, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ওলিউল্লাহ, পেশাজীবী অধিকার পরিষদের ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান হাসান, অডিটর মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আল আমিন, শরিফুল ইসলাম শুভ, নাইমুর রহমান দূর্জয়, ফাহাদ আহম্মেদ হিমেল, লিমন মিয়া, জুমন হোসেন, আশিকুল ইসলাম আশিক, হানিফ উদ্দিন প্রমুখ।