ইসরাইলি পণ্য বয়কট বয়কট, ইসরাইলি পণ্য বর্জন বর্জন’ স্লোগান দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে দোকানে দোকানে প্রকাশ্যে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার বালুয়াপাড়া মোড়ে লুটপাটের সময় দুটি গাড়ি ভাঙচুর করে তারা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২৫-৩০ জন শিশু ও তরুণ (১৩-২০ বছর বয়সি) ইসরাইলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে প্রথম শহরে বিক্ষোভ মিছিল করে। এরপর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে ইসরাইলি পানীয় আছে কি-না দোকানে ঢুকে চেক করে। শহরে শহিদ হারুণ পার্ক এলাকায় শিব শ্যাম প্রসাধনী দোকানে এসে কোকাকোলা পানি পেয়ে রাস্তায় ছুড়ে মারে এবং কিছু পানীয় বোতল নিয়ে যায়।
দোকানের মালিক মানব কুমার ঘোষ জানান, ৩০-৩৫ জন একযোগে দোকানে ঢুকে মালামাল তছনছ করে। কোকাকোলার সঙ্গে দোকানের অন্যান্য মালামালও বিনষ্ট করে।
এরপর পাটবাজার এলাকায় দুটি দোকানেও তল্লাশি চালায়। বর্জন, বয়কট নানা স্লোগান দিয়ে মিছিল থানার সামনে দিয়ে চলে যায়।
কালিপুর মধ্যম তরফ এলাকায় মেধা জেনারেল স্টোরে গিয়ে ওরা হামলা চালায়। দোকানের স্পিড, মেজো, সাদাপানিসহ বিভিন্ন পানি রাস্তায় ছুড়ে মারে। দোকানের কয়েক কার্টন কোমল পানীয় বোতল নিয়ে যায়।
দোকান মালিক মাজহারুল ইসলাম বাচ্চু জানান, মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় এক লাখ টাকা মালামাল নষ্ট ও লুট করে নিয়ে যায়।
এরপর শহরের বালুয়াপাড়া মোড়ে গিয়ে হামীম স্টোরে লুট করে। একযোগে দোকানের বিস্কুট, কেক, ফ্রিজের সব পানি বস্তা ভরে নিয়ে যায়। কিছু কোমল পানির বোতল রাস্তায় ছুড়ে মারে। একপর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা লুটে নেয়।
দোকান মালিক সদরুল আমিন মাসুদ জানান, ২০-২৫ জন একসঙ্গে দোকানে ঢুকে পড়ে। এদের মধ্যে দুইজন ক্যাশবাক্স থেকে টাকার বান্ডিল নিতে চাইলে আমি বাধা দেই। ওদের সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। এক লাখ টাকার একটি বান্ডিল রাখতে পারলেও ২টি বান্ডিল ও ক্যাশবাক্সে রক্ষিত দৈনন্দিন বিক্রির টাকাও নিয়ে যায়। এছাড়াও দোকানের বিস্কুট, কেক ও পানীয় বোতল প্রায় ৬০ হাজার টাকার মাল লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী শাহগঞ্জের আবুল হাসিম জানান, কিশোর গ্যাংয়ের তাণ্ডবে রাস্তার যানবাহন ভাঙচুরের শিকার হয়েছে। তার অটোরিকশার গ্লাস ভেঙে ফেলে।
সাংবাদিক শামীম খান জানান, কোকাকোলার বোতল ছুড়ে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে ফেলেছে।
রামগোপালপুরের আশরাফুল ইসলাম জানান, তিনি যে অটোতে ছিলেন, সেই অটোগাড়িতে থাকা একটি শিশুর শরীরে বোতল ছুড়ে মারায় সে আহত হয়।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।