ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামে কৃষক আবেদ আলী খাঁ (৭০) হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে আজ থানায় মামলা দায়ের করেছেন তাঁর মেয়ের জামাতা মোঃ নুরুল ইসলাম। এ মামলায় আরও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা নং-২৩, তারিখ-২০/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।
মামলার আসামিরা হলেন-নিহত আবেদ আলীর ছোট দুই ভাই ছাবেদ আলী ওরফে ছাবু, জাবেদ আলী ওরফে জাবু, ছাবেদ আলীর দুই ছেলে আমিরুল ও মাজহারুল, জাবেদ আলীর দুই ছেলে আসাদুল ও আব্দুল মালেক এবং প্রতিবেশি অমির খাঁর ছেলে আব্দুল আজিজ।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে আবেদ আলীর তাঁর ভাই ও ভাতিজাদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। ঘটনার দিন (শনিবার) সকালে বাড়ির পাশে সীমানা পিলার পোঁতা নিয়া ঝগড়ার সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আবেদ আলীর উপর আক্রমণ করে। প্রাণ বাঁচাতে প্রথমে এক প্রতিবেশির ঘরে আশ্রয় নেন তিনি, সেখানেও হামলা করলে আবেদ আলী পার্শ্ববর্তী পালান্দর গ্রামের দিকে দৌড়াতে থাকেন। অভিযুক্তরা পিছু ধাওয়া করে সড়কের উপর ফেলে পিটুনিয়ে মেরে ফেলে আবেদ আলীকে। প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় এদিন রাতে অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। পরে গৌরীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, ময়নাতদন্তের জন্য আবেদ আলীর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি ছাবেদ আলীকে গ্রেপ্তার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।