সাধারণ মুসল্লিদের মসজিদের জামাতে অংশ না নেয়ার নির্দেশ দিয়েছে ধর্মমন্ত্রণালয়। ঘরেই নামাজ পড়তে বলা হয়েছে।
আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের সমন্বয় অধিশাখার উপসচিব মো: শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া বাইরের অন্য কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না। সেক্ষেত্রেও প্রতি জামাতে পাঁচজনের বেশি এবং জুমার জামাতে ১০ জনের বেশি হতে পারবে না। এসময়ে কোথাও ওয়াজ, তাফসীর মাহফিল এবং তাবলীগী তালিম ও মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না।
অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে এবং বাইরে অনুরূপভাবে সমবেত হওয়া যাবে না।
আদেশ অমান্য করলে প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন। করোনাভাইরাসের সংক্রমনরোধে ধর্মীয় মূলনীতির আলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।